জলপাইগুড়ি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ৪ জন। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির হরিমন্দির সংলগ্ন এলাকায়। জখমদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি করা হয়েছে। জখমরা সকলেই মালবাজারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে ধূপগুড়ির একটি অনুষ্ঠান বাড়ি থেকে গাড়িতে করে চারজন মালবাজারে ফিরছিলেন। সেই সময় গয়েরকাটারের দিক থেকে আসা একটি লরির সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা চারজনই জখম হন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা এবং ধূপগুড়ি থানার পুলিশ। জখমদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনজনের আঘাত গুরুতর। তাই তাদের প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।