বাস্তি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বাস্তি জেলায় গাড়ি ও ট্রাক্টর-ট্রলির মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। শুক্রবার রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বেনীপুর চৌরাহার কাছে। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, গাড়িটি একেবারে তুবড়ে যায় এবং ট্রাক্টর-ট্রলিটি উল্টে যায়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ বেনীপুর চৌরাহার কাছে একটি গাড়ি ও ট্রাক্টর-ট্রলির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।