হাওড়া, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ব্যাঙ্কের এটিএম ভেঙে লুট। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে আন্দুল রোড সংলগ্ন আলমপুরে একটি ব্যাঙ্কের এটিএম-এ লুটপাট চালায় দুষ্কৃতীরা।
জানা যাচ্ছে, ওই এটিএম-টিতে কোনও নিরাপত্তা রক্ষী ছিলেন না। এটিএম মেশিন ভেঙে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী।