কাঞ্চনমালা এলাকার বিজেপি কর্মী সুধীর চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি:
গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দুই নং ওয়ার্ডের বর্তমান পঞ্চায়েত সদস্য তথা দীর্ঘ বছরের পুরনো বিজেপি কর্মী সুধীর চৌধুরীকে দলের পক্ষ থেকে সম্মান জানানো হয়।
দেশের প্রাক্তন এবং প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির পক্ষ থেকে এক বৎসরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তারই অঙ্গ হিসেবে সোমবার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দুই নং ওয়ার্ডের বর্তমান পঞ্চায়েত সদস্য তথা দীর্ঘ বছরের পুরনো বিজেপি কর্মীকে সুধীর চৌধুরীকে দলের পক্ষ থেকে সম্মান জানানো হয়।

সোমবার বিকেলে সিপাহীজলা জেলার উত্তরাংশের সভাপতি বিপ্লব চক্রবর্তী, মন্ডল সভাপতি নারাণ দেবনাথ, জেলার সহ-সভাপতি প্রদীপ ভৌমিক, কাঞ্চন মালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস, সহ দলের অন্যান্য কার্যকর্তরা সুধীর চৌধুরীর বাড়িতে যান এবং উনার স্বাস্থ্য সম্বন্ধে খোঁজখবর নেন। তাছাড়াও দলীয় বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথাবার্তা হয় তাদের মধ্যে।

এদিন সুধীর চৌধুরী জেলা সভাপতি এবং মন্ডল সভাপতিকে জানিয়েছেন তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ভারতীয় জনতা পার্টির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে এসেছেন। তিনি জানিয়েছেন গত ২০২৩ বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভা বিজেপির হাতছাড়া হয়েছিল ।কিন্তু কেন কি কারনে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করতে পারেনি পুঙ্খানুপুঙ্খভাবে তা খতিয়ে দেখে একেবারে পৃষ্টা প্রমুখ থেকে শুরু করে মন্ডল পর্যন্ত সকলে নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করতে হবে। ২০২৩ বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভায় কেন মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেটাও খতিয়ে দেখতে হবে এবং আগামী দিন যেন মানুষ বিজেপিকে আবারো ঠিক আগের মত ভরসা কিংবা বিশ্বাস করে তার জন্য সঠিকভাবে কাজ করতে হবে। এদিন মন্ডল এবং জেলা সভাপতি দলের পুরনো নেতা সুধীর চৌধুরীকে রিসা এবং অযোধ্যায় স্থাপিত রামের ছবি তুলে দিয়ে সম্মান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *