নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি:
লক্ষাধিক টাকার নেশাসামগ্রী সহ আট জন বিহারের যুবককে আটক করা হয়েছে। তাদের ব্যাঙ্গালোর থেকে আগরতলার উদ্দেশ্যে আসা হামসফর এক্সপ্রেস থেকে আটক করা হয়েছে।
পুলিশের কাছে গোপন খবর ছিল বেঙ্গালুরু ও আগরতলা হামসফর এক্সপ্রেরয়েছে:রাজ্যের কিছু যুবক রয়েছে। যারা নেশা সামগ্রী পাচারে সাহায্য করছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ হামসাফার এক্সপ্রেস আগরতলা বাধারঘাট স্টেশনে আসলে সেটিতে তল্লাশি চালায়। তাদের কাছ থেকে প্রায় ৫৩০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে বলে জানিয়েছে আগরতলা রেল পুলিশ। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আগরতলায় কোথায় তারা এই নেশা সামগ্রীগুলি পৌঁছানোর জন্য এসেছিল সেটিও তদন্ত করা হচ্ছে। এদিন আরপিএফ ও জিআরপি যৌথ অভিযানে চালায় বলে জানিয়েছেন আরপিএফ এর আধিকারিক।