বর্তমানে কর্মরত সার্ভিসমেনদের সমস্ত ন্যায্য অধিকার ও পাওনা পাইয়ে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেল প্রতিজ্ঞাবদ্ধ : আশীষ সাহা

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : বর্তমানে কর্মরত সার্ভিসমেনদের সমস্ত ন্যায্য অধিকার ও পাওনা পাইয়ে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেল উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আজ সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ অনুযায়ী রাজ্যে অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই কথা হন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

আজ প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহার উপস্থিতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রাজ্যের সব কয়টি সাংগঠনিক জেলা থেকে প্রতিনিধি রূপে এক্স সার্ভিসম্যান সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রাজ্যের দীর্ঘদিন ধরেই অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন সক্রিয় ছিল না। সেই সংগঠনকে পুনরোজ্জীবিত করতে আজকের এই বৈঠক। পাশাপাশি আজকের বৈঠক থেকে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের পদাধিকারীদের নাম নির্বাচিত করে দিল্লিতে পাঠানো হবে সেখান থেকে ঘোষণা করা হবে পদাধিকারীদের নাম।

তিনি আরো বলেন, আগামী দিনে রাজ্যের মধ্যে সকল অবসর প্রাপ্ত সার্ভিসম্যানদের সংগঠিত করে তাদের বিভিন্ন দাবি সহ বর্তমানে কর্মরত সার্ভিসমেনদের সমস্ত ন্যায্য অধিকার ও পাওনা পাইয়ে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেল উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এর জন্য দলীয় কর্মকর্তারা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *