অসম ও মেঘালয় থেকে গোয়ালপাড়া পুলিশের হাতে বমাল গ্ৰেফতার ছয় মোটর বাইক চোর

গোয়ালপাড়া (অসম), ৮ ফেব্রুয়ারি (হি.স.) : আন্তঃরাজ্য এক মোটর বাইক চোরচক্রকে পাকড়াও করেছে অসমের গোয়ালপাড়া জেলা পুলিশ। অসম এবং মেঘালয়ে অভিযান চাসিয়ে ছয় বাইক চোরকে গ্রেফতার করেছে গোয়ালাপাড়া পুলিশ।

আজ শনিবার গোয়ালপাড়া জেলা সদর পুলিশ দফতর সূত্রে জানা গেছে, অসমের একাধিক জেলায় বিস্তৃত একটি মোটরসাইকেল চোর চক্রের ছয় চাঁইকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা যথাক্রমে গোয়ালপাড়ার মাটিয়া থানাধীন নয়াপাড়া পার্ট-২ গ্রামের বাসিন্দা জনৈক মহম্মদ মুন্নাফ আলির ছেলে ফজনুল হক (৪০), একই গ্রামের আনসের আলির ছেলে নোবর আলি (৩৪), বরপেটা জেলার (অসম) মাজারচর আলোপাটি গ্রামের জনৈক বিল্লাল হোসেনের ছেলে মঈদুল ইসলাম (১৯), কামরূপ জেলার (অসম) নগরবেড়া একালার ভোখরাদিয়ার জামির বাদশার ছেলে এজার আলী (২৮), মেঘালয়ের দক্ষিণ গারোপাহাড় জেলার বাঘমারা থানাধীন সিজু ডুরামং গ্রামের লেনিংবার্থ আর মারাকের ছেলে সানস্টার এ সাংমা (২৬) এবং গারোপাহাড় জেলার (মেঘালয়) বাঘমারা থানাধীন দাবিগ্ৰের প্রয়াত উইনারস্টোন আর মারাকের ছেলে রক স্টার এম সাংমা।

সূত্রটি জানিয়েছে, তাদের হেফাজত থেকে তিনটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এগুলি বাজাজ পালসার ১২৫, বাজাজ পালসার ১৫০ এবং রয়েল এনফিল্ড মেটেওর ৩৫০। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ধারা ৩০৩ (২) এবং ৩১৭ (২)-এর অধীনে মাটিয়া থানায় ১৩/২৫ নম্বরে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আজ গোয়ালাপাড়ায় বিচারবিভাগীয় আদালতে পেশ করে রিমান্ডে নিয়েছে পুলিশ। সংগঠিত যানবাহন চোর চক্ৰের সঙ্গে জড়িত অন্য সাঁকরেদদের পাকড়াও করতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *