পুর নিগমের ১৬ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন মেয়র দীপক মজুমদার। সম্প্রতি তিনি এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে, মেয়র দীপক মজুমদার ১৬ নং ওয়ার্ডের রামনগর ৬ নং রাস্তা এবং বাণী বিদ্যাপীঠ স্কুল ও ৬ নং উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের এলাকা পরিদর্শন করেন। এই এলাকায় রাতের বেলা অন্ধকার থাকায় অসামাজিক কাজকর্ম সংঘটিত হয়ে থাকে বলে স্থানীয় বাসিন্দারা মেয়রকে জানান। এই সমস্যার সমাধানে মেয়র ওই এলাকায় লাইট বসানোর আশ্বাস দিয়েছেন।

এছাড়াও ১৬ নং ওয়ার্ডের কিছু কিছু ড্রেনের মেরামতের কথা স্থানীয়রা মেয়রকে জানান। মেয়র অবিলম্বে ড্রেনগুলির সংস্কারের নির্দেশ দিয়েছেন, যাতে বর্ষাকালে জল জমে না থাকে এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন থাকে।

মেয়র দীপক মজুমদার জানান, শুধু ১৬ নং ওয়ার্ড নয়, পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি পুর নাগরিকদের কাছ থেকে আরও কিছু সময় চেয়েছেন, যাতে প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে সমাধান করা যায়।
পাশাপাশি তিনি পুর নাগরিকদের উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নাগরিকদের মতামত ও পরামর্শ অত্যন্ত মূল্যবান এবং এর মাধ্যমেই শহরের উন্নয়নকে আরও গতি দেওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *