স্বনির্ভরতার পথে ছাত্রীরা, উইমেন্স কলেজের ব্যতিক্রমী উদ্যোগ

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে ছাত্রীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে বলে আশা করছেন প্রশিক্ষকরা।

প্রসঙ্গত, লেখাপড়ার পাশাপাশি কলেজের ছাত্রীদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে উইমেন্স কলেজ এনএসএস ইউনিট প্রতিনিয়তই বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে। কখনো ব্লাউজ কাটা শেখানো, কখনও বা বিভিন্ন সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া। তাছাড়া পরিত্যক্ত প্লাস্টিকের প্যাকেট দিয়ে কিভাবে পাপোশ তৈরি করা যায় তার প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় বৃহস্পতিবার এক কর্মসূচির আয়োজন করা হয় কলেজের ছাত্রীদের নিয়ে।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এই মহাবিদ্যালয়েরই শিক্ষক নরেশ দেবনাথ। এই কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে ছিল দারুণ উৎসাহ উদ্দীপনা এবং এদিন ছাত্রীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। তাছাড়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে কলেজের অধ্যক্ষা শর্বরী নাথ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা গণও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন এন এস এস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেছে। তারা জানিয়েছে যে এই প্রশিক্ষণ তাদের জন্য খুবই উপকারী। তারা ভবিষ্যতে এই ধরনের আরও কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *