তরুণী বধূকে হত্যার অভিযোগ, স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা 

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : তরুণী বধূ লক্ষী নট্টকে হত্যার অভিযোগে তাঁর স্বামী পিন্টু দত্ত সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গান্ধীগ্রাম নবগ্রাম বিন পাড়ায়।

মৃতার আত্মীয় স্বজনেরা জানিয়েছে, ৭ বছর আগে পিন্টু দত্তের সঙ্গে লক্ষী নট্টের বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই লক্ষীর উপর স্বামী, শ্বাশুড়ি ও দিদা শ্বাশুড়ি মিলে অত্যাচার করত। 

সম্প্রতি এই অত্যাচার বেড়ে ওঠে, যা সহ্য করতে না পেরে বধূটি এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেখানেও তাঁর স্বামী গিয়ে তাঁকে জোর করে ফিরিয়ে নিয়ে আসে।

এরপর কাল রাতে শ্বশুরবাড়ির লোকজন লক্ষীর মায়ের কাছে ফোন করে তাঁর মৃত্যুর খবর জানায়। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে মৃতার পরিবার তাঁর স্বামীকেই অভিযুক্ত হিসেবে সন্দেহ করছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।