প্রয়াগরাজ, ১ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় লোকসভায় আলোচনার দাবি জানালেন সমাজবাদী পার্টি-সহ বিরোধী দলের সাংসদরা। বাজেট পেশের মধ্যেই শুরু হয় হইচই। প্রতিবাদ স্বরূপ লোকসভা থেকে বিরোধী দলের সাংসদরা ওয়াকআউট করেন। বিরোধীরা অবশ্য এটা প্রতীকী ওয়াকআউট করেন। যে সমস্ত সাংসদরা ওয়াকআউট করেছিলেন, তাঁরা পুনরায় লোকসভার অধিবেশনে যোগ দেন।
সমাজবাদী পার্টির পক্ষ থেকে এদিন সংসদে দাবি করা হয়, মহাকুম্ভে যারা মারা গিয়েছেন, তাঁদের নামের তালিকা প্রকাশ করা হোক। নির্মলা সীতারমন যখন বাজেট পেশ করছিলেন, তখন অখিলেশ যাদব-সহ সমাজবাদী পার্টির সাংসদরা তুমুল হইহট্টগোল করেন।