প্লাস্টিক বিরোধী অভিযানে নামে বিশালগড় মহকুমা প্রশাসন

আগরতলা, ৩১ জানুয়ারি: প্লাস্টিক বিরোধী অভিযানে নেমেছে বিশালগড় মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর।প্রসাশনের আধিকারিকরা বাইপাস সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে। বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ অবৈধ প্লাস্টিক প্যাকেট সহ অন্যান্য সামগ্রী। অভিযানে নেমে দুই দোকানের মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

ঘটনার বিবরণে ডিসিএম প্রসেনজিৎ ভট্টাচার্য্য জানিয়েছেন, বিশালগড় পুর পরিষদ এবং বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশালগড় বাইপাস মুখ সংলগ্ন দোকানে অভিযান চালিয়ে প্রচুর ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে। দুই দোকান মালিক থেকে আর্থিক জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রত্যেক মাসের মত ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ দিনে ও বিশালগড়ের বাইপাস মুখ সংলগ্ন বিভিন্ন দোকানে অভিযান চালায় বিশালগড় পুর পরিষদ এবং মহকুমা প্রশাসনের এক যৌথ আধিকারিক দল। বিভিন্ন মুদি দোকান হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে এবং দুইটি দোকান থেকে এক হাজার টাকা করে মোট ২০০০ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে।

বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ ভট্টাচার্য জানান, প্রথমবারের মতো দোকান মালিকদের সাবধান করা হয়েছে। যদি তারা এরপরেও প্লাস্টিক কেরি ব্যাগ ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।