২০৩০ সালের জুন পর্যন্ত বার্সেলোনায় পেদ্রি

বার্সেলোনা, ৩১ জানুয়ারি (হি.স.) : বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন মিডফিল্ডার পেদ্রি। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের জুন পর্যন্ত তিনি থাকবেন বার্সায়। পেদ্রির চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। বৃহস্পতিবার চুক্তিতে সই করেছেন ২২ বছর বয়সী বার্সেলোনার এই নির্ভরযোগ্য মিডফিল্ডার।

লাস পালমাস থেকে ২০২০ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন পেদ্রি। হান্সি ফ্লিকের দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত দলের ৩৩ ম্যাচের ৩২টিতেই খেলেছেন পেদ্রি। গোল করেছেন ৪টি, গোলে সহায়তাও করেছেন ৪টি।