সাব্রুমে আবারও দেবালয়ে চুরি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

আগরতলা, ৩১ জানুয়ারি: দেবালয় থেকে বারবার চুরির ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত যুবকদের দৌরাত্ম্যই এসব ঘটনার মূল কারণ।গতকাল রাতে শহরের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান সাব্রুমের রামকৃষ্ণ সেবাশ্রম থেকে চুরি যায় বিভিন্ন মূল্যবান উপকরণ, যার মধ্যে ছিল মৃদঙ্গ, হারমোনিয়াম, কাঁসার ঘন্টা, গীতা, ভাগবতসহ অন্যান্য সামগ্রী। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আজ সকালে বিষয়টি সব্রুম থানার পুলিশকে জানানো হলে, তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। ইতিমধ্যে এলাকাবাসী চোরদের দ্রুত গ্রেফতার এবং দেবালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।

প্রসঙ্গত, এটি প্রথম নয়; এর আগেও বেশ কয়েকটি দেবালয়ে চুরির ঘটনা ঘটেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দোষীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে এবং অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।