রাষ্ট্রপতির ভাষণের চেয়েও গুরুত্বপূর্ণ কুম্ভে নিখোঁজ হওয়া মানুষের বিষয় : অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): প্রয়াগরাজের মহাকুম্ভে ভক্তদের নিখোঁজ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুক্রবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের চেয়েও গুরুত্বপূর্ণ কুম্ভে নিখোঁজ হওয়া মানুষের বিষয়। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অখিলেশ যাদব বলেছেন, “এমন একটি নম্বর ইস্যু করা সরকারের দায়িত্ব যেখানে মানুষ ফোন করে নিজেদের প্রিয়জনের সম্পর্কে তথ্য পেতে পারে। সেখানে কিছু মানুষ এখনও রাস্তায় আটকে আছে। কুম্ভে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও ভারত সরকারের দায়িত্ব।”

অখিলেশ যাদব আরও বলেছেন, “মহাকুম্ভে কত টাকা খরচ হয়েছে এবং সরকার আরও কত টাকা খরচ করবে তার তথ্য যদি বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হয়। উত্তর প্রদেশ সরকার বলছে, মহাকুম্ভ ২ লক্ষ কোটি টাকা রাজস্ব আনবে। মহাকুম্ভ কি ব্যবসা করার জন্য সংগঠিত?”