তেরঙা উত্তোলন জয়শঙ্করের, শুভেচ্ছা জানালেন সাধারণতন্ত্র দিবসের

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। রবিবার সকালে দিল্লিতে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন তিনি। সমগ্র দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

জয়শঙ্কর বলেছেন, “প্রজাতন্ত্র দিবস সবসময়ই দেশের জন্য গর্বের মুহূর্ত। আমি মনে করি আমাদের অনেক প্রাপ্তি হয়েছে এবং আমরা আরও অনেক কিছুর অপেক্ষায় আছি। আমাদের বিশেষ অতিথি হিসেবে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো। ১৯৫০ সালে প্রথম প্রজাতন্ত্র দিবসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি অতিথি ছিলেন, তাই এটি খুবই উপযুক্ত যে ৭৫তম বার্ষিকী উদযাপনেও আবারও ইন্দোনেশিয়া এসেছে। ভৌগলিক এবং সাংস্কৃতিকভাবে, রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে আমাদের কাছে ইন্দোনেশিয়া খুবই কাছের দেশ।”