পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ, ৭ জন পদ্মবিভূষণ, ১৯ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পাচ্ছেন

আগরতলা, ২৫ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৩৭ জন পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছেন। তাতে, ৭ জন পদ্মবিভূষণ এবং ১৯ জন পদ্মভূষণ পাচ্ছেন। তাছাড়া, ১১৩ জন পদ্মশ্রী পাচ্ছেন। তাদের নিজ নিজ ক্ষেত্রে অতুলনীয় অবদানের জন্য এই পুরষ্কার পাচ্ছেন।

তাঁর মধ্যে সারদা সিনহা পদ্মবিভূষণ, সুশীল মোদি পদ্মভূষণে পাচ্ছেন। তাছাড়া, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজ নিজ ক্ষেত্রে অতুলনীয় অবদানের জন্য ১৩৯ জনকে পদ্ম পুরস্কারে ভূষিত করবেন।

তাছাড়া, পদ্মবিভূষণে পুরষ্কার প্রাপকদের তালিকায় রয়েছেন মেডিসিনের জন্য দুভভুর নাগেশ্বর রেড্ডি, পাবলিক অ্যাফেয়ার্সে বিচারপতি (অব.) জগদীশ সিং খেহর, কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম এবং সারদা সিনহা (মরণোত্তর) শিল্পকলায়, এম.টি. বাসুদেবন নায়ার (মরণোত্তর) এবং শিক্ষা বিভাগে এম.টি. সুজুকি (মরণোত্তর) বাণিজ্য ও শিল্পে।

এদিকে, পদ্ম ভূষণে প্রাপকদের তালিকায় রয়েছেন সাহিত্য ও শিক্ষা-সাংবাদিকতায় এ সূর্যপ্রকাশ ও রামবাহাদুর রায়, সাহিত্য ও শিক্ষায় বিবেক দেবরয় (মরণোত্তর), অনন্ত নাগ, যতীন গোস্বামী, নন্দমুরি বালকৃষ্ণ, পঙ্কজ উধাস (মরণোত্তর), এস কুমারকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। শেখর কাপুর এবং শোবনা চন্দ্রকুমার ইন কলা।

এছাড়াও, পদ্মভূষণ পাচ্ছেন মেডিসিমপ হোসে চাকো পেরিয়াপ্পুরমকে, প্রত্নতত্ত্বে কৈলাশ নাথ দীক্ষিত, পাবলিক অ্যাফেয়ার্সে মনোহর যোশী (মরণোত্তর), বাণিজ্য ও শিল্পে নল্লি কুপ্পুস্বামী চেট্টি এবং পঙ্কজ প্যাটেল, খেলাধুলায় পি আর শ্রীজেশ, সামাজিক কাজে সাধবিতা পুরষ্কার দেওয়া হয়েছে। এবং সামাজিক প্রকৌশলে বিনোদ ধাম।

প্রসঙ্গত, পদ্ম পুরস্কার তিনটি বিভাগে প্রদান করা হয়। সেগুলো হল পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। পুরষ্কারগুলি বিভিন্ন শৃঙ্খলা/ক্রিয়াকলাপের ক্ষেত্রে দেওয়া হয়, যেমন- শিল্প, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, নাগরিক পরিষেবা ইত্যাদি। ‘পদ্মবিভূষণ’ দেওয়া হয় ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবা জন্য। তাছাড়া, উচ্চ মানের বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মভূষণ’ এবং যেকোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মশ্রী’। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *