ভারতকে খুব ভালো বন্ধু মনে করে ইন্দোনেশিয়া : প্রবোও সুবিয়ানতো

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): ভারতকে খুব ভালো বন্ধু মনে করে ইন্দোনেশিয়া। ভারত আমাদের যে সাহায্য করেছে, তা কখনও ভুলতে পারবে না। শনিবার এই মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে এবার প্রধান অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়।

পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি বলেছেন, “ইন্দোনেশিয়া ভারতকে খুব ভালো বন্ধু মনে করে। ভারতই সেই সমস্ত দেশগুলির মধ্যে অন্যতম ছিল, যারা আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে, আমাদের স্বাধীনতার সংগ্রামে সমর্থন করেছে, ভারত আমাদের সাহায্য করার জন্য যা করেছে, তা আমরা কখনই ভুলব না।”