বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎপৃষ্ট যুবক

আগরতলা, ২৪ জানুয়ারি : বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক। আত্মহত্যা করার জন্যেই সে বিদ্যুতের খুঁটিতে উঠেছিল বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে নন্দননগরে।

ঘটনার বিবরনে জানা যায়, বিদ্যুতের খুঁটিতে আচমকাই উঠে যায় এক যুবক। খুঁটিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। তারা তড়িঘড়ি ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত যুবকের পরিচয় জানা যায়নি। মূলত আত্মহত্যা করার জন্যেই সে বিদ্যুতের খুঁটিতে উঠেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।