নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): অপরাধমূলক ঘটনা রুখতে সীমান্তে বেড়া দেওয়া জরুরি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, “সীমান্তে বেড়া দেওয়ার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক চুক্তি হয়েছে। অপরাধ সংক্রান্ত ঘটনা রোধ করার জন্য সীমান্তে বেড়া দেওয়া প্রয়োজন।”
রণধীর জয়সওয়াল আরও বলেছেন, “আমরা চাই, সীমান্তে বেড়া দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে যে চুক্তি হয়েছে তাও আমাদের সঙ্গে ইতিবাচকভাবে বাস্তবায়িত হোক। সীমান্তের দুই পাশে বেড়া দেওয়া হচ্ছে দুই দেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী।”