লখনউ, ২৪ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের লখনউতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে একসঙ্গে তিনটি গাড়ি। বৃহস্পতিবার রাতে লখনউয়ের বিবিডি থানা এলাকায় একটি চারচাকা গাড়ি আচমকা একটি ভ্যানকে পিছন ধাক্কা মারে। ভ্যানটির সামনেই ছিল একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি ওই ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে। গতি বেশি থাকার কারণে ভ্যানটি ট্রাকের তলায় চলে যায়। ভ্যানটিতে মোট তিন জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
অন্যদিকে, চারচাকা ওই গাড়িটিতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের নাম শাহজাত (৪০), কিরণ যাদব (৩৮), কুন্দন (২০) এবং হিমাংশু (১৭)। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশের। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। ক্রেনের মাধ্যমে ভ্যানটিকে উদ্ধার করেছে পুলিশ।