আগরতলা, ১৮ জানুয়ারি : আসাম পুলিশের হাতে গতকাল বড় ধরনের চোরাচালানের ঘটনা ধরা পড়ল। ত্রিপুরায় প্রবেশের আগেই আসামের সীমান্তে একটি লরি থেকে ২২০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
চোরাইবাড়ী চেক পোস্টে আসাম পুলিশে পণ্য বোঝাই একটি লরি আটক করা হয়েছে। কলকাতা থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে গাড়িটি আসাম- ত্রিপুরা সীমান্তে পৌঁছালে পুলিশের তল্লাশিতে চোরাচালানের সামগ্রী ধরা পড়ে। আটক করা ফেন্সিডিলের কালোবাজারি মূল্য প্রায় ১১ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে লরি চালক রবিউল শেখকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, লরি থেকে প্রাপ্ত ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের নাম রবিউল শেখ এবং সে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।