নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ১৬ জানুয়ারী:
নিজ সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। গোমতী জেলার শিলাছড়িতে ১১৪তম ব্যাটালিয়নের ক্যাম্পে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান তার সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার সকাল আনুমানিক ৬:০৫ মিনিটে শিলাছড়ি থানার আওতাধীন আচার্য পাড়া সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে যে নিহত হেড কনস্টেবল সুরেন্দ্র সিং (৫৩), যিনি প্রয়াত দুলারমের ছেলে, রাজস্থানের বাসিন্দা। সিং নিজেকে গুলি করার জন্য একটি সেলফ-লোডিং রাইফেল (আইএনএসএএস) ব্যবহার করেছিলেন। গুলিটি নিচ থেকে ঢুকে তার মাথা ভেদ করে বেরিয়ে যায়, যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে পারিবারিক সমস্যার কারণে সিং এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। যদিও সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুনির্দিষ্ট কারন নির্ধারণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তদন্তকারীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়েছে।