বিলোনিয়া, ৯জানুয়ারি : গণমুক্তি পরিষদ সহ অন্যান্য বামপন্থী গণসংগঠনের ডাকে ১১ই জানুয়ারি রাজভবন অভিযানকে, সিপিআইএমের অস্তিত্ব রক্ষার লড়াই বলে আখ্যায়িত করে সাংবাদিক সম্মেলনে তীব্র কটাক্ষ করলেন বিজেপি দক্ষিণ জেলা কমিটির সভাপতি শংকর রায়। এই লড়াই জনজাতিদের স্বার্থে নয় বলে দাবি করলেন বিজেপি নেতৃত্ব।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ জেলা বিলোনিয়া বিজেপি কার্যালয় অটল ভবনে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। সন্মেলনে বিজেপি দক্ষিণ জেলা কমিটির সভাপতি শংকর রায় ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ সভাপতি থায়ু মগ, মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উপেন্দ্র দেববর্মা, দক্ষিণ পিলাক জেলার জনজাতি মোর্চার সভাপতি নিরঞ্জন ত্রিপুরা, এছাড়া ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির আইটি ইনচার্জ।
সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপি কমিটির সভাপতি শংকর রায় বলেন , জনজাতি এই নামটা বিজেপির দেওয়া, বাম আমলে উপজাতি হিসাবে আখ্যায়িত করা হতো, জনজাতিদের যদি ধ্বংস করে থাকে সেটা হলো সিপিআইএম, ২০ টি এসটি সিট জয়ের লক্ষ্যে রাজনৈতিক স্বার্থে মুর্খ বানাও গরীব বানাও এই নীতি ছিল সিপিআইএমের। আসলে এই অভিযান জনজাতিদের স্বার্থে নয়।
এই ছাড়া এই দিন জেলা সভাপতি ছাড়াও মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উপেন্দ্র দেববর্মা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জনজাতিদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরে বলেন, বিজেপি সরকারের আমলে জাতি উপজাতি একসাথে মিলেমিশে বাস করছে। রাজ্যে শান্তি ও সদভাব বজায় আছে। সিপিআইএম যে অপপ্রচার চালাচ্ছে জনজাতিদের জন্য উন্নয়ন হয়নি তা মিথ্যা কথা। বিজেপি সরকার জনজাতিদের স্বার্থে কাজ করছে বলে বিরোধীতার চেষ্টা করছে বলে অভিমত ব্যক্ত করেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক।