নারায়ণপুর, ৯ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের হাইওয়েতে বৃহস্পতিবার সকালে এক আকস্মিক ঘটনা ঘটে। জানা গেছে , এদিন সকালে তেলসি মোড়ের কাছে চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। চালক গাড়ি থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচান।গাড়ির চালকের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
এক পুলিশ আধিকারিক জানান , যে গাড়িটিতে আগুন লেগেছে সেটি খনি থেকে লোহা পরিবহনের কাজে নিযুক্ত ছিল। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর দল আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কিন্তু গাড়ির অধিকাংশ পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।