বামেদের পদযাত্রায় অংশগ্রহণ করায় দুষ্কৃতী দ্বারা আক্রমণের শিকার সমর্থকরা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আগরতলা, ৮ জানুয়ারি : গত ৬ জানুয়ারি মোহনপুরের বামুটিয়া কালিবাজার এলাকায় নেশার বিরুদ্ধে ডিওয়াইএফআইয়ের উদ্যোগে এক যুব পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই পদযাত্রায় নেশা বিরোধী অভিযানে যারা শামিল ছিলেন তাদেরকে চিহ্নিত করে ৭ জানুয়ারি বাড়িতে গিয়ে আক্রমণ করা হয়েছে। বামফ্রন্টের যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য ৯টি বাড়িতে ৭ জানুয়ারি হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতিকারীরা। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। এই হামলার পেছনে স্থানীয় মন্ত্রীকেও দায়ী করেছেন তিনি।

সাংবাদিক সম্মেলনে রতন দাস বলেন, সিপিআইএম যুব সংগঠনের উদ্যোগে মোহনপুরের বামুটিয়া কালীবাজার এলাকায় নেশা বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। এই পথযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে চিহ্নিত করে বাড়িতে গিয়ে আক্রমণ করা হয়েছে। তাদের মধ্যে এক মহিলাকেও বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছেন তারা যথাক্রমে মোহনপুর পুরসভার ভাইস চেয়ারম্যান শংকর দেব, মন্ডল নেতা বিকাশ দাস, নির্মল দেব, দিলীপ দাস, পুর কর্মচারী রঞ্জন দেবনাথ, ধীমান দাস উপস্থিত ছিলেন বলে অভিযোগ বামেদের।

এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বামেরা। অবিলম্বে কঠোর শাস্তি প্রদানের দাবি তুলেছেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *