বিলোনিয়া, ৮ জানুয়ারি : বুধবার বিকালে সাব্রুম মহকুমায় শ্রীনগর থেকে বাইকে চেপে বিলোনিয়া যাবার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম লক্ষী কান্ত দাস (২১), পিতার নাম সলিল দাস, তার বাড়ি সাব্রুম শ্রীনগর স্কুল পাড়া এলাকায়।
বাইকে চেপে দ্রুত গতিতে যাবার সময় ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। দুর্ঘটনা হবার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঋষ্যমুখ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেয়। যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।