আগরতলা, ৮ জানুয়ারি : ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক বা লোগো হিসেবে ব্যবহারের জন্য অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের নতুন নতুন সরকারি প্রতীক অনুমোদন করেছে। রাজ্য সরকার গত ২৮ অক্টোবর গেরুয়া জমিনে ত্রিপুরার ম্যাপ ও অশোক স্তম্ভ দিয়ে এই প্রতীক কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে ছিল। তারই অনুমোদন মিলেছে।
এদিন সামাজিক মাধ্যমে তিনি লিখেন,
রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে নিম্নোক্ত প্রতীকটিকে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকারের মান্যতা প্রাপ্ত হয়েছে।
তিনি আশাবাদী, কেন্দ্রীয় গৃহ মন্ত্রক অনুমোদিত এই বিশেষ লোগো – রাজ্যের সংস্কৃতি, ইতিহাসকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।