আগরতলা, ৭ জানুয়ারি: আগামী ১০ জানুয়ারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আজ সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দে।
প্রসঙ্গত, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার দিনক্ষন ঘোষণা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে।
এদিন মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দে বলেন, প্রত্যেক পরীক্ষার্থীর ভেরিফিকেশন রির্পোটগুলির প্রিন্টআউট নিয়ে বিদ্যালয়প্রধানের স্বাক্ষর নেবার পরেই অনলাইনে টাকা দেওয়ার পর জমা দিতে হবে। ১ ফেব্রুয়ারী বিকেল ৫টার মধ্যে বিদ্যালয়প্রধানের স্বাক্ষরিত রির্পোটটি পর্ষদে জমা দিতে হবে।