নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৪ নকশাল 

দান্তেওয়াড়া, ৫ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৪ নকশাল। মারা গেলেন এক পুলিশ কনস্টেবলও। শনিবার সন্ধ্যা থেকে নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্তে দক্ষিণ আবুজমারের একটি জঙ্গলে জঙ্গি দমন অভিযানে যান নিরাপত্তা বাহিনী এবং পুলিশের যৌথ দল। ঘন জঙ্গলের গভীরে শুরু হয় নকশাল দমন অভিযান। গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনী উদ্ধার করে ৪ নকশালের দেহ। জঙ্গি দমন অভিযানে মারা গিয়েছেন জেলা রিজার্ভ গার্ডের হেড কনস্টেবল সানু করম।