জ্বালানি মজুত কেন্দ্র স্থাপনের জন্য উচ্ছেদ অভিযান সেকেরকোট চা বাগান এলাকায়

আগরতলা, ৪ জানুয়ারি: আইওসিএল প্রজেক্টের জন্য খাস ভূমিতে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসন। কিছু দিন পূর্বে প্রসাশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি।

প্রসঙ্গত, সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন আইওসিএলের জ্বালানি তেল মজুতের কাজ চলছে দ্রুত গতিতে। এই জ্বালানী তেল মজুত করতে আইওসিএল প্রজেক্টের জন্য চওড়া রাস্তার প্রয়োজন। এই রাস্তা চৌড়া করতে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে সেকেরকোট চা বাগান চৌমুহনী থেকে আইওসিএল প্রজেক্ট পর্যন্ত রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে। গত কয়েক মাস আগে আর সেই রাস্তার কাজ সম্পন্ন করতে সেকেরকোট চা বাগান চৌমুহনীর দোকান মালিকদের কে বেশ কয়েকদিন আগে তাদের দোকান তুলে নিতে বলা হয়েছিল। পরে সরকারি ভাবে নোটিশ জারি করা হয়েছিল কিন্তু তারপরেও  দোকানদারেরা তাদের দোকান ছাড়েনি। অবশেষে আজ দুপুরে সদর মহকুমা প্রশাসনের পক্ষে ডুকলী রেভিনিউ সার্কেল এর ডিসিএম এবং বিক্রমনগর এর তহসিলদার পুলিশের সহযোগিতা নিয়ে সেকেরকোট চা বাগান স্থিত  বিভিন্ন দোকানে উচ্ছেদ অভিযান শুরু করেন।

এদিকে উচ্ছেদকৃতদের অভিযোগ, সরকারের তরফ থেকে পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অতিসত্বর তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক না হলে অন্যত্র পুর্নবাসনের ব্যবস্থা করা হোক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *