বিরুধুনগর, ৪ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু বেড়ে হলো ৬। শনিবার বিরুধুনগর জেলার সাত্তুর এলাকায় অবস্থিত আতশবাজির কারখানায় বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। পুলিশ সূত্রের খবর, এখনও ৬টি দেহ উদ্ধার হয়েছে।
দক্ষিণ জোনের আইজিপি প্রেম আনন্দ সিনহা বলেছেন, আতশবাজির কারখানায় বিস্ফোরণে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। জেলাশাসক ভি পি জেয়াসেলন বলেছেন, আমরা তদন্ত করছি। একজন গুরুতর আহত হয়েছেন। কারখানার মালিক-সহ দু’জনের খোঁজ চলছে।