দিন দুপুরে দোকানে চোরের হানা

আগরতলা, ৩ জানুয়ারি: দিন দুপুরে দোকানে চোর হানা দিয়েছে। দোকান থেকে একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। ওই ঘটনায় চড়িলাম বাজারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে দোকান মালিক প্রশান্ত রায় জানিয়েছেন, চড়িলাম গ্রামীণ ব্যাঙ্কের পাশেই তার দোকান রয়েছে। তিনি মোবাইলটি দোকানে রেখে পাশেই ব্যাঙ্কে গিয়েছিলেন। ব্যাঙ্ক থেকে ফিরে এসে তিনি দেখতে পান মোবাইল নেই। সাথে সাথে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।