আগরতলা, ৩ জানুয়ারি : স্লোগানে নয় কাজের মাধ্যমেই জনজাতিদের বিকাশের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। শুক্রবার বড়মুড়ায় মহারানী তুলসীবতী ওয়লফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন সাংসদ রাজিব ভট্টাচার্য।
“মহারাণী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টে”র উদ্যোগে শুক্রবার বড়মুড়ার হাতাইকতর এলাকায় জনজাতিদের মধ্যে কম্বল বিতরণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিজেপি দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজিব ভট্টাচার্য এবং জনজাতি মোর্চার রাজ্য কমিটির নেতা বিপিন দেববর্মার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন জনজাতি পরিবারগুলোর হাতে কম্বল তুলে দেন সাংসদ রাজিব ভট্টাচার্য। পাশাপাশি জনজাতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। অনুষ্ঠানকে ঘিরে এলাকার জনজাতিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
এদিন আলোচনা করতে গিয়ে সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন স্লোগানে নয় কাজের মাধ্যমে জনজাতিদের বিকাশের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। পাশাপাশি আগামী দিনেও এইভাবে মানুষের সেবায় বড় মাত্রায় এগিয়ে আসার আহ্বান করেন সাংসদ।