বাংলাদেশ বর্তমানে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে : পুষ্পিতা গুপ্ত

আগরতলা, ৩ জানুয়ারি: বাংলাদেশ বর্তমানে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা শুধু বাংলাদেশের জন্য বিপদজনক নয়, গোটা দেশের জন্য বিপদজনক। আজ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন গ্লোবাল বাংলা হিন্দু এলায়েন্স’র প্রতিনিধি পুষ্পিতা গুপ্ত। তাছাড়া, গ্লোবাল বাংলা হিন্দু এলায়েন্স’র তরফ থেকে জাতিপুঞ্জে ৫ দফা দাবি জানানো হয়েছে। 

এদিন প্রতিনিধি পুষ্পিতা গুপ্ত বলেন, বাংলাদেশে গণঅভ্যুত্থানে বর্তমানে ওই দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিয়ত হিন্দু, চাকমা,সহ জাতি জনজাতিদের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বহু পরিবার সদস্যরা ঘর ছাড়া। তাঁরা বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শতাধিক ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পাশাপাশি, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালাছে। বিগত কিছু দিন আগে চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। 

এদিন তিনি আরও বলেন, বাংলাদেশের অর্ন্তবতী সরকার জনগণের বাক স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বলে গ্রেফতার করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ বর্তমানে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা শুধু বাংলাদেশের জন্য বিপদজনক নয়, গোটা দেশের জন্য বিপদজনক। তাই গ্লোবাল বাংলা হিন্দু এলায়েন্স’র ৫ দফা দাবি জানিয়েছে।

এদিন সংগঠনের প্রতিনিধি সুশান্ত দাস বলেন, হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়কে নিরাপত্তা দিতে জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনী মোতায়েন করা, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য হিন্দু অধ্যুষিত অঞ্চলে ড্রোনের ব্যবস্থা করা, বাস্তুচ্যুত সংখ্যালঘুদের পুর্ণবাসনের ব্যবস্থা করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন।