আগরতলা, ২ জানুয়ারি: আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবার বেহাল দশা। চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন রোগীর পরিজনরা।
আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা নিয়ে রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসা পরিষেবা ঠিকভাবে পাচ্ছেন না। এমনকি, স্টাফ নাসরাও ব্যবহার এবং পরিষেবা ঠিকভাবে দিতে চায় না বলে স্থানীয় এলাকাবাসী এবং রোগীদের কাছ থেকে জানা যায়।
আরও জানা গিয়েছে, যাদের ডেপুটেশনে পাঠানো হয় আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তারা ঠিক মতো কাজ করেন না। বেশ কিছুদিন আগে জেলার শাসক এক মিটিং করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদি মানুষকে পরিষেবা না দেওয়া তাহলে আনন্দনগর স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হবে।অন্যদিকে, ফার্মাসিস্ট নিভাষ ভৌমিক আর বর্তমান কাউন্সিলর এর ভাই হওয়াতে মর্জি মাফিক ছুটি ডিউটি করে। ঠিকমতো আসেননি বলে জানা যায়।