জম্মু, ২ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হল ৩ জনের মৃতদেহ। ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকার ঘটনা। এসএসপি সন্দ্বীপ মেহতা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম – মুকেশ সিং, আশুতোষ সিং রানা এবং সানি চৌধুরী।
এই ৩ জন রয়েল ইন গেস্ট হাউসে উঠেছিলেন। দরজায় বারবার কড়া নাড়া সত্ত্বেও, তাঁদের কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার সকালে পুলিশ জানিয়েছে। তাই দরজা ভেঙে ফেলা হয়। পুলিশ দেখে, দু’জন সংজ্ঞাহীন অবস্থায় খাটে পড়ে রয়েছে এবং অপরজন ওয়াশরুমে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।