সোনামুড়া, ২৯ ডিসেম্বর : আজ সোনামুড়া খেলার মাঠ সংলগ্ন সড়কে বোলেরো গাড়ি ও টমটমের সংঘর্ষে টমটম চালকসহ আরো দুই যাত্রী আহত হয়েছে। ঘাতক গাড়ি দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা আহতদের হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা গেছে, আজ সোনামুড়া খেলার মাঠ সংলগ্ন এক বোলেরো গাড়ির ধাক্কায় যাত্রীবাহী টমটম দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনায় আহত হয় টমটম চালক সন্তোষ বিশ্বাস সহ যাত্রী রুমি চৌধুরী এবং সাত বছরের বালক শাহীন চৌধুরী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জন্য গেছে, দুর্ঘটনার ভয়াবহতা এমনই ছিল যে বলিউড সিনেমার মত বলেরো গাড়ির ধাক্কা খেয়ে টমটম গাড়িটি সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠের গ্যালারিতে গিয়ে ছিটকে গিয়ে। সাথে সাথেই দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলেরো গাড়িটি। পরবর্তীতে সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।