অস্ট্রেলিয়ায় ভারতের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান নীতিশ কুমার রেড্ডি

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর(হি.স.) : শনিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের ৩ দিনে ভারতের ব্যাটসম্যান নীতিশ কুমার রেড্ডি তাঁর প্রথম আন্তর্জাতিক শতরান করেন। ২১ বছর বয়সী নীতিশ ১৭১ ডেলিভারিতে ৯টি ৪ এবং একটি ৬ মেরে ল্যান্ডমার্কে পৌঁছেছেন।

বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়ালের পর নীতীশ এখন তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি এই বর্ডার-গাভাস্কার ট্রফিতে সেঞ্চুরি করেছেন । ৮ নম্বরে ব্যাট করতে নেমে, নীতিশ সেই অবস্থান থেকে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হয়ে উঠেছেন।৮ নম্বর নিচে নেমে ভারতীয় ব্যাটিংয়ের আগের সর্বোচ্চ স্কোর ছিল ২০০৮ সালে অ্যাডিলেডে অনিল কুম্বলের ৮৭ রান।

অস্ট্রেলিয়ায় ভারতের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান :

সচিন তেন্ডুলকর – ১৪৮ অপরাজিত, ১৮ বছর ২৫৩ দিন,১৯৯২ সাল।

সচিন তেন্ডুলকর – ১১৪, ১৮ বছর ২৮৩ দিন, ১৯৯২ সাল।

ঋষভ পন্ত – ১৫৯ অপরাজিত, ২১ বছর ৯১দিন, ২০১৯ সাল।

নীতিশ কুমার রেড্ডি – ১০৩ অপরাজিত, ২১ বছর ২১৪ দিন,২০২৪ সাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *