আগরতলা, ২৫ ডিসেম্বর: সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। আজ প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে তাঁর জন্মজয়ন্তী পালিত হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি সভাপতি রাজীব ভট্টাচার্যী, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়া, উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় সহ অন্যান্য কার্যকর্তারা।
এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, ভারত মাতার সুসন্তান, প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সাথে তিনি যোগ করেন, কোটি কোটি কার্য্যকর্তার পথ প্রদর্শক অটল বিহারীর চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। আজকের দিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রীয় নেতৃত্বরা।
এদিন তিনি আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীকে সামনে রেখে প্রতিটি বুথে রক্তদান শিবির, দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচি হাতে নেওশা হয়েছে।