বিশালগড় নারাউড়া এলাকায় উদ্ধার ফিশিং ক্যাট

আগরতলা, ২৫ ডিসেম্বর: বিশালগড় নারাউড়া এলাকায় উদ্ধার হয়েছে এক ফিশিং ক্যাট। ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দিন যাবৎ একটি ফিশিং ক্যাট ও তার শাবকরা এলাকায় ঘোরাফেরা করছে যা দেখে এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকদিন যাবত একটি বাঁশের ঝাড়ের মধ্যে ফিশিং ক্যাট ও তার শাবকরা থাকতে দেখেছেন এলাকার জনগণ । হঠাৎ সেই বাঁশের ঝাড়ে বুধবার সকালে আগুন দেওয়ার ফলে জনসম্মুখে চলে আসে ফিশিং ক্যাট সহ তার শাবকরা। জনমনে শুরু হয় আতঙ্ক । মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। খবর দেওয়া হয় চড়িলাম বনদপ্তর অফিসে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অক্লান্ত পরিশ্রম করার পর জাল পেতে ফিশিং ক্যাটেরর একটি শাবকে আটক করে সিপাহীজলা অভয়ারণ্যের  নিয়ে যায়। 

তবে শাবককে পাওয়া গেলেও মাকে পাওয়া যায়নি। এ নিয়ে দেখা দেয় এলাকায় আতঙ্ক। একাংশ লোকেদের বক্তব্য সিপাহীজলা অভয়রণ্যে সঠিকভাবে খাবার না পেয়ে এগুলি লোকালয়ে চলে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *