কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.) : নীরজ চোপড়া ২৪ ডিসেম্বর ১৯৯৭ হরিয়ানার পানিপথ জেলার খন্ডরা গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি সর্বশ্রেষ্ঠ ভারতীয় জ্যাভলিন নিক্ষেপকারী হিসাবে বিবেচিত। সেই সঙ্গে বিশ্বের দরবারেও তিনি একজন সেরা জ্যাভলিন নিক্ষেপকারী হিসাবেও বিবেচিত। তিনি অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নসশিপ এবং এশিয়ান গেমসে সোনা কিংবা রুপোর পদক জয়ী । তিনি একবার ডায়মন্ড লিগও জিতেছেন ।২০২০ অলিম্পিকে স্বর্ণপদক জেতার জন্য প্রথম এশিয়ান জ্যাভলিন থ্রো অ্যাথলিট হয়ে উঠেছেন। প্রথম এশীয় তিনি, যিনি ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নসশিপে জ্যাভলিনে সোনা জেতেন। ২০২১ সাল থেকে জ্যাভলিন নিক্ষেপে তিনি ধারাবাহিক সাফল্য দেখিয়ে পরপর ২৪টি প্রতিযোগিতায় বিজয়ী বা রানার-আপ হয়েছেন। যা কোনও ভারতীয় অ্যাথলিটের নেই।
চোপড়ার এই অসাধারণ সাফল্যের জন্য অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেল রত্ন-এর জন্য সুপারিশ করেছিল। নীরজ সেপ্টেম্বর ২০১৮ সালে অর্জুন পুরস্কারে ভূষিত হন। ভারতীয় সেনাবাহিনী তাঁকে সুবেদারের আউট-অফ-টার্ন পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছে।