আগরতলা, ২৩ ডিসেম্বর: বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে ঝুলছে বাড়ীর উঠোনে। সাত দিন ধরে অন্ধকারে নিমজ্জিত একটি পরিবার। এই দৃশ্যটি দেখা গেছে দক্ষিণ চড়িলাম চান্দিনা পাড়া এলাকায়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিদ্যুত পরিবাহী তার ছিঁড়ে ঝুলছে বাড়ীর উঠোনে। সাত দিন কেটে গেলেও অন্ধকারে নিমজ্জিত পরিবারের বাড়ির বিদ্যুতের তার লাগিয়ে দিতে আসেনি দফতর। ঘটনা দক্ষিণ চড়িলাম চান্দিনা পাড়া এলাকায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় চড়িলাম স্থিত কল সেন্টারে অভিযোগ জানানো সত্বেও গুরুত্ব দিচ্ছেন না দপ্তরের কর্মীরা। বিদ্যুৎ না পেয়ে সাত দিন ধরে মহা বিপদে পড়েছে পরিবার।
রাতের বেলায় বিদ্যুতের অভাবে পড়াশোনা করতে পারছে না বাড়ির কচিকাঁচা ছেলে মেয়েরা। সোমবার সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ করেন পরিবারের গৃহবধূ বুল্টি দেবনাথ।