BRAKING NEWS

(Update) প্রদেশ বিজেপির অধিকাংশ মন্ডল সভাপতি পরিবর্তন : রিটার্নিং অফিসার সমেরেন্দ্র

আগরতলা, ২৩ ডিসেম্বর: প্রদেশ বিজেপির অধিকাংশ মন্ডল সভাপতিকে পরিবর্তন করা হয়েছে। ৬০ জন সভাপতিদের মধ্যে ৫৬ জনই নতুন মুখ এবং মাত্র চারজন প্রবীণ নেতা রয়েছেন। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নবনির্বাচিত মন্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণা দেন বিজেপি -র স্টেট রিটার্নিং অফিসার সমেরেন্দ্র চন্দ্র দেব। এদিকে, সামাজিক মাধ্যমে প্রদেশের নব নিযুক্ত সমস্ত মন্ডল সভাপতিদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা l তাছাড়া, নব নিযুক্ত মন্ডল সভাপতিদের অনেক শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী রতন নাথ লাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।

এদিন তিনি বলেন প্রদেশ বিজেপির বুথ স্তরের সভাপতি নির্বাচনের পর অনুষ্ঠিত হয় মণ্ডল স্তরের নির্বাচন। অধিকাংশ মন্ডল সভাপতিকে পরিবর্তন করা হলো। এবারই প্রথম মন্ডল সভাপতি হিসেবে দুইজন মহিলাকে নির্বাচিত করা হয়। তারা হলেন স্বপ্না দাস (প্রতাপগড়) এবং শম্পা দাস (কমলপুর)। আগামীমাসে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জেলা-স্তরের কমিটির সভাপতি নির্বাচিত হবে এবং তারপরে রাজ্য-স্তরের সভাপতি নির্বাচিত হবে। ত্রিপুরায় বিজেপির ১০টি সাংগঠনিক জেলা রয়েছে বলে জানান তিনি।

এদিন তিনি আরও বলেন, ৬০জন ‘মণ্ডল’ সভাপতির মধ্যে ২৩ শতাংশ আদিবাসী, ১৮ শতাংশ তফসিলি জাতি এবং ৩৬ শতাংশ সাধারণ শ্রেণির লোক রয়েছে।

আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ৬০টি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় সিমনা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি হলেন ইন্দ্রজিৎ দেবর্বমা, মোহনপুর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি কার্ত্তিক আচার্য্য, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের শিবেন্দ্র দাস, বড়জলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি রাজীব সাহা, খয়েরপুর মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক, মজলিশপুর মন্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী, মান্দাই বিধানসভার কেন্দ্রের মন্ডল সভাপতি অভিজিৎ দেবর্বমা, আগরতলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য্য, রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য্য, টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব, বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের স্বপ্না দাস, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মনিষ দেব, সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের মন্টু দেবনাথ।

তাছাড়া, সিপাহীজলা জেলায় টাকারজলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি নির্মল দেবর্বমা, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কাজল সরকার, বিশালগড় বিধানসভা কেন্দ্রের তপন দাস, গোলাঘাটির নারায়ণ দেবনাথ, চড়িলামের তাপস দাস, বক্সনগরের অনিল চন্দ্র দাস, নলছড়ের লোকজিৎ দেবনাথ, সোনামুড়ার শুভ্রজিৎ দাস, ধনপুরের বিপুল মজুমদার। এদিকে, খোয়াই জেলার রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপু মন্ডল সভাপতি হলেন সুকেশ দেবর্বমা, খোয়াই বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অনুকূল দাস, আশারামবাড়ির জয়ন্ত দেবর্বমা, কল্যাণপুরের নিতাল বল, তেলিয়ামুড়ার অচিন্ত ভট্টাচার্য্য, কৃষ্ণপুরের ধনঞ্জয় দাস। গোমতী জেলার বাগমা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমর জমাতিয়া, রাধাকিশোরপুরের সানি সাহা, মাতাবাড়ির বিশ্বজিৎ মারাক, কাঁকড়াবনের বিশ্বজিৎ সরকার, অম্পিনগরের সত্যমোহন জমাতিয়া, অমরপুরের উজ্জ্বল দত্ত, করবুকের অসীম ত্রিপুরা।

এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি হলেন জয়দেব সরকার, বিলোনিয়ার সায়ন্তন দত্ত, শান্তিরবাজারের দেবাশিষ ভৌমিক, ঋষ্যমুখের নকুল পাল, জোলাইবাড়ির সএদীপ দত্ত, মনুর বিপুল ভৌমিক, সাব্রুমের গৌতম ত্রিপুরা। ধলাই জেলার রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি হলেন ধন্যমানিক ত্রিপুরা, কমলপুরের শম্পা দাস, সুরমার শুভাশিস আহীর, আমবাসার অজয় অধিকারিক, কড়মছড়ার সঞ্জিৎ দেবর্বমা, ছাওমনুর রাজীব চাকমা। ঊনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি সন্তোষ ধর, ফটিকরায়ের তরুণ কুমার দাস, চন্ডিপুরের পিন্টু ঘোষ, কৈলাসহরের প্রীতম ঘোষ, পেঁচারথলের রাজীব চাকমা। উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, বাগবাসার বিকাশ নাথ, ধর্মনগরের শ্যামল নাথ, যুবরাজনগরের কিরণ শংকর দেবনাথ, পানিসাগরের বিবেকানন্দ দাস এবং কাঞ্চনপুরের বীরেন্দ্র কর।

এদিকে সামাজিক মাধ্যমে প্রদেশের নব নিযুক্ত সমস্ত মন্ডল সভাপতিদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন তিনি লিখেন, আমার পূর্ণ বিশ্বাস আপনাদের কর্মকুশলতা ও সুযোগ্য নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সশক্তিকরনে আরও গতি আসবে।

তাছাড়া, নব নিযুক্ত মন্ডল সভাপতিদের অনেক শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী রতন নাথ লাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *