পুণে, ২৩ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে ফুটপাথে ঘুমিয়ে থাকা ৯ জনকে পিষে দিল একটি ডাম্পার ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, তাঁদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। এছাড়াও ডাম্পারের ধাক্কায় ৬ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার গভীর রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুণে-র ওয়াঘোলি চক এলাকায়। পুলিশ জানিয়েছে, রাতে কয়েকজন ফুটপাথে ঘুমিয়ে ছিলেন। একটি ডাম্পার ট্রাক ফুটপাথে ঘুমিয়ে থাকা ৯ জনের ওপর দিয়ে ছুটে যায়, তাতে ৩ জনের মৃত্যু ও ৬ জন গুরুতর আহত হয়েছেন। পুণে সিটি পুলিশের ডিএসপি জোন ৪ হিম্মত যাদব বলেছেন, ডাম্পার ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে।