BRAKING NEWS

মহাকাশ থেকে প্রতিরক্ষা, সব ক্ষেত্রেই প্রগতির নতুন উচ্চতা স্পর্শ করছে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): মহাকাশ থেকে প্রতিরক্ষা, সব ক্ষেত্রেই প্রগতির নতুন উচ্চতা স্পর্শ করছে ভারত, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিয়েছেন। সারা দেশের ৪৫টি স্থানে এই রোজগার মেলা আয়োজিত হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী এদিন রোজগার মেলায় বলেছেন, “ভারতের তরুণদের সম্ভাবনা ও প্রতিভার পূর্ণ ব্যবহার আমাদের সরকারের অগ্রাধিকার। আমরা আমাদের উদ্যোগের মাধ্যমে এই দিকে নিরন্তর কাজ করে যাচ্ছি। গত ১০ বছর ধরে সরকারের বিভিন্ন মন্ত্রক, অধিদপ্তর ও প্রতিষ্ঠানে সরকারি চাকরি দেওয়ার জন্য অভিযান চলছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভাষা একসময় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বাধা ছিল। যাইহোক, আমরা এই ব্যবধান পূরণ করতে আমাদের নীতিতে বিপ্লব এনেছি। এখন শিক্ষার্থীরা ১৩টি ভাষার যে কোনও একটিতে পরীক্ষা দিতে বেছে নিতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *