নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): যুবসমাজের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন হয়, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, গত এক দশকের নীতিই দেখুন, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত অভিযান, স্টার্টআপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, প্রতিটি পরিকল্পনা যুবকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ভারত মহাকাশ ক্ষেত্রে নিজস্ব নীতি পরিবর্তন করেছে। ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনকে উন্নীত করেছে এবং তরুণরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। এখন ভারতের যুবসমাজ নতুন আত্মবিশ্বাসে ভরপুর। এখন আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি।”
রোজগার মেলার অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭১,০০০-এর বেশি নতুন নিয়োগপত্র বিতরণ করেছেন। এই রোজগার মেলায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি গভীর রাতে কুয়েত থেকে ফিরেছি। সেখানে ভারতের তরুণ ও বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি। এখন এখানে আসার পর দেশের তরুণদের নিয়ে আমার প্রথম অনুষ্ঠান হচ্ছে। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে, দেশের হাজার হাজার তরুণের জীবনের একটি নতুন সূচনা হচ্ছে। আপনাদের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছে। বহু বছরের পরিশ্রম সফল হয়েছে।”