আগরতলা, ২৩ ডিসেম্বর : নবনিযুক্ত মন্ডল সভাপতিরা নিষ্ঠার সাথে জনগণের জন্য কাজ না করলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব।
প্রসঙ্গত, আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ৬০টি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। নব নিযুক্ত মন্ডল সভাপতিদের অনেক শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, জনগণের জন্য কাজ করতে হবে। পার্টির নীতি নিয়ম মেনে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। কিন্ত কোনো অপকর্মের সাথে নিজেকে না জড়ানোর দিকেও নজর দিতে হবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, মন্ডল সভাপতির দায়িত্ব শুধু দলের কাজ করা নয়, বরং সাধারণ জনগণ সরকারি সুবিধা সমূহ পাচ্ছে কি না সেদিকেও লক্ষ রাখতে হবে। নির্বাচিত মন্ডল সভাপতিরা যদি সঠিকভাবে কাজ করে তাহলে পদে অধিষ্ঠ থাকবে কাজ না করলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
এদিকে, এক দেশ এক নির্বাচন নিয়ে সাংসদ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন , এক দেশ এক নির্বাচন হলে অনেকটা সময় ও অর্থ সঞ্চয় করা যাবে। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সাংসদ।
তিনি আরো বলেন, নির্বাচনে যে টাকা খরচ হওয়ার কথা ছিল, সেটা সঞ্চয় করে জনগণের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ করা যাবে। পাশাপাশি বছরের অনেকটা সময় যা নির্বাচনের কাজে ব্যয় হয় সেক্ষেত্রে জনগণের স্বার্থে কাজ করার সময় বাড়বে।