BRAKING NEWS

অপেক্ষা আর মাত্র কিছুদিনের, মহাকুম্ভ মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

প্রয়াগরাজ, ২৩ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ২০২৫-এর প্রস্তুতি চলছে জোরকদমে, হাতে আর মাত্র অল্প কিছু দিন বাকি। যাবতীয় প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে।

সোমবার আরও একবার প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, “আমি এখানে এসেছি কুম্ভ সংক্রান্ত যে কাজগুলি চলছে তা পর্যালোচনা করতে। উত্তর প্রদেশ জল বোর্ড এবং সেচ দফতর স্বচ্ছ গঙ্গা দর্শন নিশ্চিত করতে কাজ করছে। এই প্রথমবার, জনতা গঙ্গা নদীর তীরে রিভার ফ্রন্ট প্রত্যক্ষ করতে পারবেন। স্বাস্থ্য বিভাগ ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করছে।” উল্লেখ্য, মহাকুম্ভমেলা শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *