নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে হকির হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকে।
প্যারিস অলিম্পিক্স-এ হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারত হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে। তাই এবার দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য তাঁর নাম সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের নামও সুপারিশ করা হয়েছে।
এদিকে পুরস্কার কমিটি অর্জুনের জন্য ৩০ জন ক্রীড়া বিদদের নামও সুপারিশ করেছে। সেই তালিকায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন হলেন পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিগীর আমান সেহরাওয়াত। তিনি প্যারিস এবং হ্যাংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।